জনতারকণ্ঠ

জানুয়ারি ১০, ২০২৬ , ৮:০৫ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে চায় ভেনেজুয়েলা

জনতারকণ্ঠ ডেস্ক

যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে চায় ভেনেজুয়েলা। শুক্রবার (৯ জানুয়ারি) এই ঘোষণা দিয়েছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।

ডেলসি রদ্রিগেজ বলেন, পররাষ্ট্রমন্ত্রী ইভান গিলের সেই বক্তব্যের কথা স্মরণ করিয়ে দিতে চাই যেখানে তিনি বলেছেন, ভেনেজুয়েলা সরকার ও যুক্তরাষ্ট্র দূতাবাস খোলার জন্য সম্ভাব্য পথগুলো খুঁজে বের করার চেষ্টা করছে। যাতে আমাদের জনগণ যে আগ্রাসনের শিকার হয়েছে তার প্রতিবাদ জানানো যায়।তিনি আরও বলেন, ‘আগেও বলেছি, ভেনেজুয়েলার জনগণ পারমাণবিক শক্তিধর দেশের কাছ থেকে এমন আগ্রাসনের যোগ্য নয়।কিন্তু আমাদের প্রতিক্রিয়া হবে কূটনৈতিক।’

এ সময় নিকোলাস মাদুরো ও তার স্ত্রী আটকের পর ওয়াশিংটনের সাথে যোগাযোগের পথ তৈরি করে দেয়ার জন্য কাতারের আমিরকে ধন্যবাদ জানান রদ্রিগেজ।

প্রিন্ট/ডাউনলোডঃ ২৩ জানুয়ারি, ২০২৬, রাত ১২:১৮

সম্পাদক: সানি আজাদ
প্রকাশক: মিসেস সানি আজাদ

প্রিন্ট করুন

সেভ করুন