চীনের রাজধানী বেইজিংয়ের উপকণ্ঠে ভয়াবহ বন্যায় একটি বৃদ্ধাশ্রমে ৩১ জন বাসিন্দার মৃত্যু হয়েছে। মৃতদের অধিকাংশই চলাফেরায় অক্ষম ছিলেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
বেইজিংয়ের মিউন জেলার ওই বৃদ্ধাশ্রমে বন্যার সময় প্রায় ৭৭ জন প্রবীণ অবস্থান করছিলেন। পানি দ্রুত ২ মিটার উচ্চতায় উঠে যাওয়ায় অন্তত ৪০ জন আটকা পড়েন। ভিডিও ফুটেজে দেখা যায়, উদ্ধারকারী দল বুকসমান পানিতে হেঁটে তাদের বের করার চেষ্টা করছে।
স্থানীয় এক কর্মকর্তা বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জানান, বৃদ্ধাশ্রমটি যে শহর এলাকায় অবস্থিত, তা দীর্ঘদিন ধরে নিরাপদ বলে বিবেচিত হতো। তাই তা সরিয়ে নেওয়ার তালিকায় ছিল না।
তিনি আরও বলেন, এতে বোঝা যাচ্ছে, আমাদের জরুরি প্রস্তুতিতে ফাঁকফোকর ছিল। চরম আবহাওয়ার ঝুঁকি সম্পর্কে আমাদের উপলব্ধি ছিল অপর্যাপ্ত। এই দুঃখজনক ঘটনা আমাদের জন্য একটি সতর্কবার্তা।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওই নার্সিং হোম মূলত শারীরিকভাবে অক্ষম, অতি দরিদ্র ও নামমাত্র ভাতাপ্রাপ্ত প্রবীণদের জন্য নির্মিত হয়েছিল।
প্রিন্ট/ডাউনলোডঃ ২ আগস্ট, ২০২৫, সন্ধ্যা ৬:১৫
সম্পাদক: সানি আজাদ
প্রকাশক: মিসেস সানি আজাদ