জনতারকণ্ঠ

জুলাই ১, ২০২৫ , ৮:৫৮ অপরাহ্ণ

ইন্টার মিলানকে বিদায় করে কোয়ার্টারে ব্রাজিলের ক্লাব

জনতারকণ্ঠ ডেস্ক

রাউন্ড অব সিক্সটিনে চ্যাম্পিয়ন্স লিগের রানার্সআপ ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়েছে ফ্লুমিনেন্স। এই জয়ে ব্রাজিল থেকে পালমেইরাসের পর দ্বিতীয় দল হিসেবে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিট পেলো থিয়াগো সিলভারা।

শার্লটে রাতে ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে ম্যাচের ৩ মিনিটেই গেরমান কানোর গোলে এগিয়ে যায় ফ্লুমিনেন্স। শুরুতে গোল খেয়েও দমে যায়নি লাউতারো মার্টিনেজ, ডামফ্রিসরা। বল দখল কিংবা আক্রমণে সুযোগ তৈরিতে এগিয়ে ছিল ইন্টার কিন্তু গোল আদায়ের আসল কাজটাই করতে পারেনি ইউরোপীয় জায়ান্টরা।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার চেষ্টায় মরিয়া হয়ে ওঠে ইন্টার। স্টেফান ডি ভ্রিজ কাছাকাছি থেকে সুযোগ মিস করেন, ফ্যাবিও দারুণভাবে এসপোসিতোর শট ঠেকান এবং লাউতারো মার্টিনেজ গোলপোস্টে বল মারেন। শেষ পর্যন্ত সব উত্তেজনার আগুনে জল ঢেলে দেন হারকিউলিস। অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে ঠান্ডা মাথায় বাঁ পায়ের শটে ফ্লুমিনেন্সের জয় নিশ্চিত করেন তিনি। এতে নিশ্চিত হয় ইন্টারের বিদায়।

উল্লেখ্য, ফিফা ক্লাব বিশ্বকাপে ইউরোপিয়ানদের বিপক্ষে ৭ ম্যাচে মুখোমুখি হয়ে ৩টিতে জয় পেয়েছে ব্রাজিলিয়ান ক্লাবগুলো। হেরেছে ২টিতে এবং ড্র হয়েছে অন্য ২ ম্যাচ। ইন্টারের আগে ব্রাজিলিয়ান ক্লাবগুলোর কাছে হেরেছিল পিএসজি ও চেলসি।

প্রিন্ট/ডাউনলোডঃ ২ জুলাই, ২০২৫, সকাল ১১:৩৫

সম্পাদক: সানি আজাদ
প্রকাশক: মিসেস সানি আজাদ

প্রিন্ট করুন

সেভ করুন