জনতারকণ্ঠ

জুন ২৯, ২০২৫ , ১:৩১ অপরাহ্ণ

ইউক্রেনের পোক্রভস্ক দখলে রাশিয়ার লক্ষাধিক সেনা মোতায়েন

জনতারকণ্ঠ ডেস্ক

ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর পোক্রভস্ক দখলে ১ লাখ ১০ হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া। শুক্রবার (২৯ জুন) ইউক্রেনীয় সামরিক বাহিনীর প্রধান ওলেক্সান্দর সিরস্কি এ দাবি তোলেন।

তিনি বলেন, বর্তমানে ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ ফ্রন্টলাইনের সবচেয়ে উত্তপ্ত রণক্ষেত্র হলো পোক্রভস্ক অঞ্চল। রাশিয়া প্রায় এক বছর ধরে পোক্রভস্ক দখলে একের পর এক হামলা চালিয়ে গেলেও এখনো সেটি দখল করতে পারেনি।

যুদ্ধের শুরু থেকেই মস্কোর কাছে কৌশলগত গুরুত্বপূর্ণ টার্গেট ছিল পোক্রভস্ক। প্রায় এক বছর ধরে অঞ্চলটি দখলের চেষ্টা করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে সেনাবাহিনী ও পর্যাপ্ত অস্ত্র থাকা সত্ত্বেও পোক্রভস্ক দখলে ব্যর্থ হয়েছেন তিনি।

পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে অন্যান্য ফ্রন্টেও। ইউক্রনের দক্ষিণাঞ্চলীয় ওডেসা শহরে রাশিয়ার ড্রোন হামলায় মৃত্যু হয়েছে অন্তত ২ জনের।

এদিকে রাশিয়া অধিকৃত ক্রাইমিয়াতে রুশ সামরিক ঘাঁটিতে হামলায় ৩টি হেলিকপটার ধ্বংসের দাবি করেছে কিয়েভ।

প্রিন্ট/ডাউনলোডঃ ৩১ জুলাই, ২০২৫, সকাল ৮:১৩

সম্পাদক: সানি আজাদ
প্রকাশক: মিসেস সানি আজাদ

প্রিন্ট করুন

সেভ করুন