জনতারকণ্ঠ

এপ্রিল ১০, ২০২৫ , ১২:০০ অপরাহ্ণ

সুন্দরবনে অপহৃত ৬ নারীসহ ৩৩ জেলে উদ্ধার

জনতারকণ্ঠ ডেস্ক

পশ্চিম সুন্দরবনে অভিযান চালিয়ে ডাকাত করিম শরীফ বাহিনীর হাতে জিম্মি ছয় নারীসহ ৩৩ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। বুধবার (৯ এপ্রিল) বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতরা খুলনা জেলার কয়রা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার সকাল ১০টায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

কোস্টগার্ড পশ্চিম জোন জানিয়েছে, সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী এলাকায় এ অভিযান করা হয়। অভিযানে ডাকাতদল করিম শরীফ বাহিনীর হাতে অপহরণ হয়ে জিম্মি থাকা ৩৩ জন জেলে উদ্ধার করা হয়। এদের মধ্যে ছয়জন নারী রয়েছে।

প্রিন্ট/ডাউনলোডঃ ১ জুলাই, ২০২৫, সকাল ৯:১২

সম্পাদক: সানি আজাদ
প্রকাশক: মিসেস সানি আজাদ

প্রিন্ট করুন

সেভ করুন