জনতারকণ্ঠ

এপ্রিল ৩, ২০২৫ , ৫:০৬ অপরাহ্ণ

বনশ্রীতে নারী সাংবাদিককে হেনস্তার অভিযোগ, থানায় মামলা

জনতারকণ্ঠ ডেস্ক

বহুল প্রকাশিত ইংরেজী দৈনিকের এক নারী সাংবাদিককে রাজধানীর বনশ্রীতে হেনস্তা ও মারধরের অভিযোগ উঠেছে।

বুধবার (২ এপ্রিল) রাত ৮টায় বনশ্রীর ই-ব্লকের তিন নম্বর সড়কের একটি জুসের দোকানের সামনে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী অভিযোগ করেন, বাসার সামনে জুসের দোকানে গেলে তাকে উত্ত্যক্ত করে বখাটেরা। এর প্রতিবাদ জানালে ওই সাংবাদিক ও তার ছোটভাইকে মারধর করা হয়। বাধা দিতে গেলে তাকে শারীরিকভাবেও লাঞ্ছিত করা হয়।

ঘটনাটি ফেসবুকে পোস্ট করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এসময় হামলাকারীদের একজন নিজেকে সাংবাদিক দাবি করে উল্টো হুমকি দেয়।

এ ঘটনায় জিসান ও পার্থিব নামে দু’জনের নাম উল্লেখ করে অজ্ঞাত বেশ কয়েকজনের নামে রামপুরা থানায় মামলা করেছে ভুক্তভোগী।

প্রিন্ট/ডাউনলোডঃ ৯ জুলাই, ২০২৫, রাত ৮:১২

সম্পাদক: সানি আজাদ
প্রকাশক: মিসেস সানি আজাদ

প্রিন্ট করুন

সেভ করুন