সকল মেনু

রাজধানীর ভবনগুলোতে অগ্নিকাণ্ডের দায় রাজউক এড়াতে পারে না: গৃহায়ন ও গণপূর্ত সচিব

রাজধানীর বিভিন্ন ভবনে অগ্নিকাণ্ডের দায় রাজউক কখনই এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত সচিব নজরুল ইসলাম। মঙ্গলবার (৬ মে) সকালে রাজধানীর একটি হোটেলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত এক সেমিনার তিনি এ কথা বলেন।

গৃহায়ন সচিব বলেন, আইন না মানার প্রবণতার পাশাপাশি রাজনৈতিক প্রভাবের কাছে রাজউক কর্মকর্তারা অসহায়। আইন না মানলে নিরাপদ রাজধানী গড়ে তোলা সম্ভব নয় বলেও জানান তিনি।

অপরদিকে রাজউক চেয়ারম্যান বলেন, ভবন নির্মাণ বিধিমালা অনুসরণ না করার কারণে মৃত্যুঝুঁকি তাড়িয়ে বেড়াচ্ছে ঢাকাবাসীকে। এ সময় ৩ হাজার ৩৮২টি ভবন চিহ্নিত করে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।

সেইসাথে বিল্ডিং নির্মাণ সহজ ও কার্যকর করতে ভবন নির্মাণ বিষয়ক সকল সেবা একই ছাতার নিচে নিয়ে আসা জরুরি বলেও মত দেন রাজউক চেয়ারম্যান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top