সকল মেনু

রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৪

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে অন্তত চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যুদ্ধ চার বছরে গড়ানোর প্রাক্কালে কিয়েভের মিত্ররা মস্কোর ওপর নতুন করে কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ বাড়াচ্ছে।

শনিবার (২৫ অক্টোবর) ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় দুইজন নিহত ও নয়জন আহত হয়েছেন বলে জানিয়েছেন শহরের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো।

ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানায়, হামলার পর এক অ-আবাসিক ভবনে অগ্নিকাণ্ড ঘটে এবং ধ্বংসাবশেষ পড়ে আশপাশের ভবনের জানালা ভেঙে যায়।

দেশটির কেন্দ্র-পূর্বাঞ্চলীয় দনিপ্রোপেত্রভস্ক অঞ্চলেও রুশ হামলায় দুইজন নিহত ও সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত গভর্নর ভ্লাদিসলাভ হাইভানেঙ্কো। তিনি জানান, হামলায় বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট ভবন, ব্যক্তিগত বাড়ি, দোকান এবং যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের বিমান বাহিনী জানায়, রাশিয়া ৯টি ইস্কান্দার-এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৬২টি আক্রমণাত্মক ড্রোন নিক্ষেপ করেছে। এর মধ্যে ৪টি ক্ষেপণাস্ত্র ও ৫০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top