গাজা শান্তি আলোচনায় মধ্যস্থতাকারীদের দ্রুত পদক্ষেপের তাগিদ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (৬ অক্টোবর) মিশরে হতে যাচ্ছে হামাস-ইসরাইল শান্তিচুক্তি আলোচনা। এমন পরিস্থিতি ট্রাম্প এ আহ্বান জানান। খবর বিবিসির।
এরমধ্যে কাতার থেকে কায়রো পৌঁছেছেন হামাসের প্রধান আলোচক খালিল আল-হায়া। ইসরাইলি প্রতিনিধিদল ছাড়াও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের পাশাপাশি জ্যারেড কুশনার এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রীও অংশ নেবেন এ আলোচনায়।
হামাস যুক্তরাষ্ট্রের ২০ দফা শান্তি পরিকল্পনার কয়েকটিতে অংশে সম্মতি জানালেও নিরস্ত্রীকরণ ও ভবিষ্যতে গাজার প্রশাসনে ভূমিকা না রাখার মতো মূল দাবিগুলোর উল্লেখ করেনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প বলেন, “আলোচনাগুলো খুব সফল হয়েছে। আমাকে জানানো হয়েছে যে প্রথম ধাপ এই সপ্তাহের মধ্যেই শেষ হবে, তাই সবাইকে দ্রুত এগিয়ে যাওয়ার অনুরোধ করছি।”
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।