মারা গেলেন সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার ও প্রথম ক্রিকেট বিশ্বকাপজয়ী দলের সদস্য বার্নার্ড জুলিয়েন। শনিবার উত্তর ত্রিনিদাদের ভ্যালসেইন শহরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারে ২৪টি টেস্ট ও ১২টি ওয়ানডে ম্যাচ খেলেন জুলিয়েন। টেস্টে ব্যাট হাতে করেন ৮৬৬ রান এবং বল হাতে নেন ৫০ উইকেট। অপরদিকে, ওয়ানডেতে ব্যাট হাতে করেন ৮৬ রান এবং বল হাতে ১৮ উইকেট নেন এই সাবেক অলরাউন্ডার।
১৯৭৫ সালে অনুষ্ঠিত প্রথম ক্রিকেট বিশ্বকাপের আসরটি জেতে ওয়েস্ট ইন্ডিজ। সেই টুর্নামেন্টে ওয়েস্ট ইন্ডিজ দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন বার্নার্ড জুলিয়েন।
সেই আসরে গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে জুলিয়েন নিয়েছিলেন ২০ রানে ৪ উইকেট। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ে ছিল তার অবদান, নেন ২৭ রানে ৪ উইকেট। অজিদের বিপক্ষে ফাইনালে এই অলরাউন্ডার খেলেছিলেন ৩৭ বলে ২৬ রানের কার্যকরী ইনিংস।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।